• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে ব্র্যাকের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃবেসরকারী সংস্হা ব্র্যাক ফরিদপুরে সকল উপজেলার কমিউনিটিতে করোনাভাইরাস (কোভিড-১৯)  প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। মঙ্গলবার দুপুর ৩টায় ব্র্যাক আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের উদ্যোগে শহরের পৌরসভা এলাকা, জনতার মোড়, বাস টার্মিনাল, ভাঙ্গা রাস্তার মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় এসব সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মানুষ কে সচেতন করা হয় এবং করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে স্বাস্হ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

ব্র্যাক ফরিদপুরের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ, আঞ্চলিক ব্যবস্হাপক ইন্দ্রজিৎ কুমার পাল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, জেলা ব্যবস্হাপক (সিডি) প্রবীর কুমার ঢালী, জেলা ব্যবস্হাপক (ওয়াশ) সাজ্জাদ হোসেন, অপারেশন ম্যানেজার (বিএলসি) নুরুল আমিন, হাসান আল মামুন, সালাহউদ্দিন আর সুমন, সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্হিতি থেকে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন।

আঞ্চলিক ব্যবস্হাপক (মাইক্রোফিন্যান্স), ইন্দ্রজিৎ কুমার পাল জানান যে ফরিদপুর জেলায় প্রায় ৩০,০০০  করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ প্রতিনিধিকে জানান ফরিদপুর জেলার ৫২ টি অফিসের মাধ্যমে ব্র্যাকের কর্মীরা জেলার প্রত্যন্ত এলাকায় মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আরও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতার কাজটি অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।