বক্তব্য রাখছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার
বাল্য বিবাহ প্রতিরোধের আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন, আমাদের সমাজে অনেক বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিবাহ দিয়ে থাকেন । এক্ষেত্রে নিবন্ধিত মহিলা সমিতিগুলো প্রশিক্ষন কর্মসংস্থান সৃষ্ঠির পাশা পাশা বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখতে পারে । এছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠায় জনগনকে সচেতন করতে পারে। কোথাও কোন নারী ও শিশু নির্যাতনের গঠনা ঘটলে তা মহিলা বিষয়ক অধিদপ্তর অথবা প্রশাসনকে অবহিত করতে পারেন।
আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ সকাল ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা অংশে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার এ কথা বলেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী বেগম ফজিলেতুন নেসা ইন্দ্রিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ মহিলা বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ২৬ টি মহিলা সংগঠনের মধ্যে ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন করা হয়।