বোয়ালমারীতে বসত ঘর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রাম থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থালা পুলিশ। সে উপজেলার সস্রাইল এ জেট পাইলট বিদ্যালয়ের ৭ শ্রেনীর শিক্ষার্থী।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন জানান, সকালে পারিবারিক ভাবে খবর পেয়ে উপজেলার শেখর ইউনিয়নের কাটাগড় গ্রামের আবু জাফর মিয়ার বসত ঘরের আড়ার সাথে ফাঁস দেওয়া অবস্থায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে জান্নাতি সুলতানার (১৩) লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। ছাত্রীর বাবা বাদী হয়ে ইউডি মামলা করার জন্য থানায় লিখিত জমা দিয়েছেন।