• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
তারাকান্দায় ২৪ ঘন্টার ব্যবধানে নিহত ২জন

তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ১দিনের ব্যবধানে ২জন খুন হয়েছেন।

গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নগুয়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মুনির উদ্দিনের সাথে মাহবুবুর রহমানের ঝগড়া বাধে। এক পর্যায়ে মাহবুবুর রহমান মনির উদ্দিনের কানের নিচে থাপ্পুর মারেন। মনির উদ্দিনের ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষনিক খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন।

অপর দিকে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের সামিউল ও শাহজাহানের মধ্যে ঝগড়া চলছিল। এ সময় প্রতিবেশি বাবুল মিয়া (৪৫) থামাতে গেলে শাজাহানের লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর রাতে মারা যান।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে। রাবিয়া খাতুন নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।