• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভার স্হায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুর পৌরসভার স্থায়ী শুমারি কমিটির সভা আজ ২৪ মে ২০২২ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা,জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গভমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক,২৭ওয়ার্ডের কাউন্সিলর,০৯জন মহিলা কাউন্সিলরবৃন্দ,জোনাল অফিসার বৃন্দ। সদস্য সচিব জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস সভার শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জনশুমারির গুরুত্ব,উদ্দেশ্য,শুমারি পদ্ধতি,শুমারিতে নিয়োজিত জনবল,প্রচারণার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। মেয়র তার বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলরদের বলেন বর্ধিত পৌরসভা হবার পর ২৭ টি ওয়ার্ডের সঠিক জনসংখ্যার তথ্য আমাদের হাতে নেই এজন্য জনশুমারি ২০২২ এটিকে আমাদের নিজেদের কাজ মনে করে আমাদের স্বার্থেই ভালোভাবে করতে হবে। মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে,শিক্ষকদের মাধ্যমে ছাত্র/ছাত্রদের সচেতন করতে হবে। তিনি সার্বিকভাবে জনশুমারির সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা জনশুমারিতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই হবে। সভার সদস্য সচিব জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক তার উপস্থাপনায় জানান আগামী ১৫-২১জুন দেশব্যাপী শুমারির তথ্য সংগ্রহ কাজ চলবে। ১৪জুন তারিখ দিবাগত রাত ১২ঃ০০ টা থেকে পরদিন সকাল ০৬ঃ০০ টা পর্যন্ত ভাসমান লোক গণনা করা হবে এবং এই সময়কে রেফারেন্স টাইম হিসেবে বিবেচনা করে লোকজনের অবস্থান অনুযায়ী তাদের সেই খানায় গণনা করা হবে। শুমারিতে ফরিদপুর জেলায় ০৩ জন জেলা শুমারি সমন্বয় কারীর তত্ত্বাবধানে ০৯ জন উপজেলা শুমারি সমন্বয়কারীর অধীনে ৫২ জন জোনাল অফিসার ৫২ জন আইটি এক্সপার্ট সুপারভাইজার, ৪৬৭৩ জন গণনাকারী এবং ৮২১ জন সুপারভাইজার কাজ করবে।এছাড়াও টেকনিক্যাল সমস্যা সমাধান করার জন্য প্রতি উপজেলায় ০৫ সদস্য বিশিষ্ট আইটি টিম কাজ করবে। ফরিদপুর সদর উপজেলার ১১৭৮ জন গণনাকারীর মধ্যে ৪৮৪ জন কাজ করবে পৌরসভায় এবং ২০৮ জন সুপারভাইজারের মধ্যে ৮২ জন কাজ করবে পৌর এলাকায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।