• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্বান বস্ত্র ও পাট মন্ত্রীর

ঢাকা, ৮ কার্তিক (২৪ অক্টোবর) :  

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্বান জানান । আজ কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দেশে বিদেশে দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন গুণগত মানের শিক্ষা অর্জনের পাশাপাশি বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, এটিএন বাংলার চেয়ারম্যান
ড. মাহফুজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।