ফরিদপুর জেলা মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক দবিরউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা, সদর উপজেলার সহকারি কমিশনার শাহ মো: সজিব, মো: বায়েজিদুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগন, সহকারি নির্বাহী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাবৃন্দ।