দেবীদ্বারে স্বেচ্ছাসেবকলীগ সামাজিক দূরত্বে
নিজে ড্রাইভিং করে ঘরে গিয়ে ত্রান
এআর আহমেদ হোসাইন
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ১০০টি অসহায় হতদরিদ্রের মাঝে শনিবার সকালে উত্তর জেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরের নিজস্ব অর্থায়নে করোনা মোকাবেলা ও রমজানুল আহকামে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী।পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম শাহাদাত হোসেন উপজেলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান ও বাবু পাঠান।
এই বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন জানান।
আমার প্রিয় নেতা রাজি মোহাম্মদ ফখরুল পর্যায়ক্রমে দেবীদ্বারে প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
রাজী মোহাম্মদ ফখরুল(এমপি)র নির্দেশে আমি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কে সাথে নিয়ে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো চেস্টা করেছি এবং করবো ইনশাআল্লাহ।