সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা
সদরসহ বিভিন্ন শপিংমলে উপচে পড়া ভিড়। গত
কয়েকদিনে সকাল থেকে রাত পর্যন্ত শপিংমল ও
দোকানপাটে শিশু থেকে বৃদ্ধদের তৈরি পোষাক ও শাড়ি,
লুঙ্গি, থ্রি-পিচসহ ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার
মতো। বিষেশ করে মার্কেটগুলোতে মহিলা ক্রেতাদেরই
বেশি দেখা যায় । এছাড়াও মুদি দোকান ও মাছ মাংসের
দোকান গুলোতেও ছিল মানুষের ঢল।
মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই বছর
ব্যবসায়ীদের লোকসানের বোঝা পুশিয়ে নেয়ার লক্ষে
উপজেলার মার্কেটগুলোতে বাজার মনিটরিং তৎপরতা না
থাকায় ব্যবসায়ীরা ইচ্ছা মতো ক্রেতাদের কাছ থেকে দাম
হাকিয়ে নিচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। কোন কোন
দোকানে ২শ টাকার পোশাকে ১হাজার থেকে ১২শ টাকা
পর্যন্ত দাম হাকা হচ্ছে। ফলে ক্রেতারা পড়ছে চরম হতাশায়।
তারা বলছে, এ পরিস্থিতে বাজারের প্রতি সংশ্লিষ্ঠ
কতর্ৃপক্ষের কোন নিয়ন্ত্রন নেই।
ছবি সংযুক্ত, সদরপুর(ফরিদপুর)ঃ সদরপুরে ঈদুল ফিতরকে
সামনে রেখে উপজেলা মার্কেটগুলোতে মানুষের উপচে
পড়া ভিড়