ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী
ফরিদপুরে নাইমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরার সভাপতিত্বে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ঢাকা নটরডেম কলেজের ছাত্র নাঈমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাপা দিয়ে মারার কারনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-আসমা আক্তার মুক্তা নির্বাহী পরিচালক রাসিন, ঈশিতা আক্তার সারদা সুন্দরী মহিলা কলেজ, হাসিবুল হাসান বায়েজীদ সরকারি ইয়াছিন কলেজ, আবু বক্কর সিদ্দিক ইয়াসিন কলেজ, আয়েশা আক্তার ইয়াসিন কলেজ, লাইজু আক্তার ইয়াসিন কলেজ, সাইবা সারদা সুন্দরী মহিলা কলেজ এছাড়া অনন্য কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেন
বক্তারা বলেন- যারা এভাবে নাঈমকে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।