সন্ধ্যায় আরতি ও বৈকালির মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন নবমী পূজা। সোমবার সকালে দশমী পূজা শেষে রাতে বিসর্জন এর মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
রবিবার সকালে বিভিন্ন মন্দিরে মন্দিরে হোমযজ্ঞ , পূজার্চনা, ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ শান্তির জল বর্ষণ অঞ্জলি এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় সন্ধি পূজার মাধ্যমে নবমী পূজার কর্মসূচি সমাপ্ত হয়। সোমবার সকালে বিভিন্ন মন্দিরে দশমী পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা এবছর মত শেষ হয়ে যাবে।