• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
বাগমারার ঝিকরায় এমপি এনামুলের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে করোনা সংকট মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে

বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলার আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ইউনিয়নের গরীব, দুস্থ এবং অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান প্রামানিক। সামাজিক দুরত্ব বজায় রেখে দেড় শতাধিক ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, সুপ্রীম কোর্টের লাইব্রেরী এন্ড আইসিটি বিভাগের প্রধান কর্মকর্তা আসাদুল ইসলাম আসাদ, আ’লীগ নেতা জালাল উদ্দীন প্রমুখ।
প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, তেল, খেজুর এবং মিষ্টি কুমড়া প্রদান করা হয়। ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মজিবর রহমান বলেন, কেউ যেন খাদ্য সংকটে না খেয়ে থাকে তাই এমপি এনামুল হকের দিক নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সমাগ্রী বিতরণ করছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।