হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
পুলিশ আজকাল শুধু আইনশৃঙ্খলা রক্ষার মাঝেই সীমাবদ্ধ নয়। তারাও মানবিক কাজে প্রতিনিয়ত সংযুক্ত হচ্ছেন। আর সেখানে পিছিয়ে নেই ফরিদপুর জেলা পুলিশও।
এরই ধারাবাহিকতায় পথচারী, অসহায়, ছিন্নমূল ও রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেছে ফরিদপুর পুলিশ।
সোমবার (২৫ মার্চ) বিকালে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়।
ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশ এ ইফতার বিতরণ করেন পুলিশের আরও-১ আনোয়ার হোসেন, এএসআই মো. হাসানুজ্জামানসহ পুলিশের একটি টিম।
এছাড়াও একইদিন জেলার মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন ও চরভদ্রাসন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাবের নেতৃত্বও সংশ্লিষ্ট থানা এলাকায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০
তাং: ২৫-০৩-২০২৪ ইং