• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
সাভারে করোনার নমুনা পরীক্ষা শুরু
সুমন ভূইয়া সাভারঃ  সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটেই এখন থেকে করোনার নমুনা পরীক্ষা করা শুরু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) থেকেই কাজ শুরু হয়েছে। প্রথমদিনের মত ১৯টি নমুনা পরীক্ষা করে সরবরাহ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট’বিএলআরআই।
বিএলআরআই সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছ থেকে ইতমধ্যে পিসিআর বেসজড ১ হাজার ২০০ কিট পেয়েছে। প্রতিদিন ৩৫০টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। গতকালে ১৯টি নমুনা আজকে সরবরাহ পর আবার নতুন ২৮টি নমুনা এসেছে এখানে।
এছাড়া সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশে পাশের জেলার সকল নমুনা এখানেই পরীক্ষা করা হবে বলে জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার।
তিনি আরও জানান, নমুনা সংগ্রহ করে দেবে আইইডিসিআর। আমরা সেটা পরীক্ষা করে রেজাল্ট তাদের কাছে পাঠিয়ে দেব। ব্যক্তিগত ভাবে যে কেউ আমাদের এখানে নমুনা পরীক্ষা করাতে পারবে না। বিএলআরআই এ এই নমুনা পরীক্ষা কেন্দ্র থেকে ৫ ঘণ্টার মধ্যেই ফলাফল জানা যাবে।
বিএলআরআই এর নিজস্ব ল্যাবে শুধুমাত্র নমুনাই পরীক্ষা করা হবে। ভবিষ্যতে এখানে কোন আইসোলেশন বা কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সুযোগ নেই বলে জানান বিএলআরআই ডিজি।
বিএলআরআই এর বিজ্ঞানী ও কর্মচারীসহ মোট ১৪ জন, এই করোনার নমুনা পরীক্ষার কাজে সংযুক্ত আছেন। এছাড়া তাদের তত্ত্বাবধানের জন্য বিএলআরআই ডিজিকে প্রধান করে ৬ সদস্যের একটি মনিটরিং দল গঠন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।