খুলনা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনার বয়রা শ্রম অধিদপ্তর চত্বরে কর্মহীন প্রায় তিন হাজার ট্রাকশ্রমিকের মাঝে সাত কেজি করে চাল বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, একটু ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসুচিতে অনিয়ম হলে তা সহ্য করা হবে না। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে, কোন সংকট হবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে।
চাল বিতরণকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে খুলনা সিটি মেয়র আলিম জুট মিলসের এক হাজার পাঁচশত ১০ কর্মহীন পাটকল শ্রমিকের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।