ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন পত্র জমা
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং ৩৪০১ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২২-২৫ এর মনোনয়নপত্র জমা অনুষ্ঠান আজ ২৬ আগষ্ট শুক্রবার বেলা ১২:০০ টায় নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয় ।
এতে ঈমান আজাদ পরিষদের মোট ২৫ টি পদে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এ নির্বাচনে প্রধান নির্বাচন এর কমিশনার দায়িত্ব পালন করছেন জুবায়ের জাকির, সদস্য সচিব শেখ মনির হোসেন, কমিশনার সেবানন্দ বিশ্বাস, মোঃ জাকির হোসেন, এস এম মাসুদুর রহমান তরুণ।
আগামী ৯ সেপ্টেম্বর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে মোট ৫৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচন উপলক্ষে ঈমান আজাদ পরিষদের পক্ষে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুক্তার নেতৃত্বে একটি মোটর সাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।