জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার
দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে। ফরিদপুরের জেলার সদর উপজেলার ৩৩ হাজার পরিবার এই সহায়তা পাবে।
আজ রোববার (২৭-০৪-২০) সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। প্রথমদিনে সেখানে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হয়।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি আটা দেয়া হয়। এই উপহারপ্রাপ্তদেরকে এজন্য নির্দিষ্ট কার্ড করে দেওয়া হয়েছে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, তার ইউনিয়নে ১ হাজার ১১২ পরিবারের মাঝে এই উপহার প্রদান করা হবে।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তা স্বরুপ এই উপহার প্রদান করা হচ্ছে। সদর উপজেলার ৩৩ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় এনে সহায়তা প্রদান করা হবে। পর্যায়ক্রমে প্রত্যেক পরিবার এ সহায়তা পাবে।