ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর আয়োজনে ও সদস্য সমবায়ীদের সহযোগিতায় ফরিদপুরে করোনা সংকট মোকাবেলায় ফ্রি মাস্ক ও সাবান বিতরণ করেছেন ফরিদপুর সদর উপজেলা ও পৌর এলাকায় সমবায়ী নেতৃবৃন্দ।
করোনা সংকট হতে রক্ষা পেতে শুধু পরামর্শ নয়, যতটুকু সম্ভব তার সব চেষ্টা নিয়ে নেতৃত্বে ছিলেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি জানান, সামাজিক দায়বদ্ধতা ও সমবায় শিক্ষা থেকে আমরা ৫০০ জন সাধারণ মানুষকে মাস্ক ও সাবান দেয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। এর অর্থ আমাদের ইউনিয়ন এর আগ্রহী কয়েকটি সদস্যরা দিয়েছেন । তাদের টাকা/অনুদান দিয়ে এ কাজ করেছি। কিছুটা হলেও মানুষের উপকার হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। তিনি আরও জানান,আমাদের এ ধরনের প্রচেষ্টা আগামীতেও চলমান থাকবে।
এই কার্যক্রম বাস্তবায়নে যারা মাঠে ছিলেন তারা হলেন ইউনিয়ন এর ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী এড. রউচ উদ্দীন, সদস্য ও শ্রমিক নেতা মো: শহীদ হোসেন মোল্লা, সদস্য এনায়েত হোসেন লিটন, সদস্য মো: জাহিদ হোসেন,সদস্য শিক্ষানবীশ আইনজীবি সোনিয়া জামান,সেন্ট্রাল কো:ব্যাংক লি: এর সহকারী ম্যানেজার মো: মনিরুল ইসলাম,সমবায়ী শহিদুল ইসলাম প্রমুখ সমবায়ীবৃন্দ।
অনুপ্রেরণায় ছিলেন সমবায় অধিদপ্তর এর মহা-পরিচালক আমিনুল ইসলাম, জেলা সমবায় অফিসার আ: রাজ্জাক মিয়া,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড ও সদর উপজেলা সমবায় অফিস এর প্রশিক্ষক মো: আব্বাস আলী।
উল্লেখ্য,ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন কোন প্রকার সরকারী বা বিদেশী অনুদান/ দান/খয়রাত গ্রহন ছাড়াই দীর্ঘদিন সদস্যদের নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সমবায় শিক্ষা ও সমবায় আন্দোলন বিস্তারে কাজ করে যাচ্ছে।