• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফটিকছড়িতে ৪ বছরের শিশুর খুনিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ

এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃ ফটিকছড়িতে আব্দুল্লাহ আল দিহান নামে চার বছরের এক শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করেছেন ফটিকছড়ি থানা পুলিশ।

আপন জেঠি মা (বড় মা) এর হাতেই খুন হয় প্রবাসী দিদারুল আলম এর একমাত্র পুত্র আব্দুল্লাহ আল দিহান।

উল্লেখ্য যে গত ২৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার হাজী আবুল হোসেন বাড়ির প্রবাসী দিদারের ছেলে শিশু দিহান নিখোঁজ হয়, পরে অনেক খোঁজাখুঁজির প্রায় ১ঘন্টা পর তার বাড়ির পাশে পরিত্যক্ত লাকড়ির ঘরে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।

এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালে পাঠান।

জানা যায়, লাশ উদ্ধারের ১০ ঘন্টার মাথায় মৃত্যুর রহস্য উদঘাটন করেন ফটিকছড়ি থানা পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেন তার আপন বড় মা।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে তিনি বলেন, নিজ হাতে ঘরের আলমারি থেকে ছুরি নিয়ে তিনি দিহানের শরীরে ১৬টি আঘাত করেন। পরে বাথরুমে সব রক্ত তার নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করে শিশুটিকে পেঁছনের লাকড়ি ঘরে রেখে দেন। সামান্য কিছু টাকার ঘটনায় এ নিষ্পাপ শিশুকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।