এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ২৬ মার্চ হতে ৫ মে পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
এতে গরিব, দিনমজুর, নিন্মআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরণ-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে রবিবার (২৬এপ্রিল) হাটহাজারী ব্লাড ব্যাংক এর উদ্যোগে মধ্যবিত্ত ও অস্বচ্ছল ৬০টি পরিবারকে ইফতার সামগ্রী উপহারস্বরূপ প্রদান করেন।
ইফতার সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল- চাল ৩ কেজি, তেল- ১ কেজি, ডাল- ১ কেজি, চিড়া- আধা কেজি, চিনি- ১কেজি, ছোলাবুট- ২কেজি, সেমাই- আধা কেজি, খেঁজুর- ২৫০গ্রাম, মুড়ি- আধা কেজি ইত্যাদি।
হাটহাজারী ব্লাড ব্যাংক এর এডমিন প্যানেল এর কাছে জানতে চাইলে তারা বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মান্য করে জনগণ কোয়ারেন্টাইন পালন করছে। অনেক পরিবার আছে দিনে এনে দিনে খায় এবং মধ্যবিত্ত আয় রোজগার বন্ধ, মানবতা জয় করার লক্ষ্যে আর তারা যেন ঘর থেকে বাহির না হয়, নিজে সুস্থ থেকে যেন পুরো দেশের মানুষকে সুস্থ রাখে সেজন্যে আমরা হাটহাজারী ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফান্ড গঠন করে সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে এই ক্ষুদ্র ইফতার সামগ্রী উপহারস্বরুপ প্রদান করেন। সমাজের বিত্তবানদের প্রতি অনুরুধ তারা যেন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কেউ আমাদের ফান্ডে সাহায্য করতে চাইলে এডমিন প্যানেল বা সদস্যদের সাথে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। নির্দিষ্ট ফান্ড গঠন হলে আমরা আবার ইফতার সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ।