রাজশাহীর পবায় দরিদ্রদের মাঝে যুবলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী : আজ ২৭ শে এপ্রিল (সমবার) পবার হুজুরীপাড়া ইউনিয়নে দু’টি গ্রামে ১শ’টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা ইকবাল আহমেদ। স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের আর্থিক সহযোগিতায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পবা উপজেলা যুবলীগের এই মহতি উদ্যোগকে এলাকার অসংখ্য মানুষ স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। হুজুরীপাড়া ইউনিয়নের করমজা ও ধর্মহাটা গ্রামের হোম কোয়ারেন্টাইন এ থাকা সাধারণ খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। হুজুরীপাড়া ইউনিয়নের করমজা ও ধর্মহাটা গ্রামে বিতরণকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বাদল হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক তাসনিমুল নাইম, ব্যবসায়ী তরিকুল ইসলামসহ আরো অনেকে।