মাহবুব পিয়াল ,ফরিদপুর :
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বুধবার বেলা ১১ টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে অনুষ্টানে ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহবায়ক এমদাদুল হক এমদাদ, নাসির উদ্দিন আহমেদ মিলার, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম মিল্টন, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন,শাহিদুল হক শাহিন, ইমরান হোসেন ইদু, ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজরিন রহমান, ফরিদপুর মহানগর মহিলা দলের সভাপতি রুকসানা পারভিন পাপিয়া, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।