• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
করোনাঃ নিয়ে ছাত্রলীগ নেতা প্রিন্স মাহামুদের কবিতা৷৷

করোনাঃ নিয়ে ছাত্রলীগ নেতা
প্রিন্স মাহামুদের কবিতা৷৷

ব্যস্ত নগরীর মানুষগুলো আজ
ঘর বন্দী হয়ে গেছে ।
বিশ্বের সবচেয়ে বড়
মহামারী সংক্রান্ত করোনার
কারনে সবাই আজ গৃহবন্দী ।
সবার কাছে সময়ের কি দাম ছিলো।
আজ সে সময়গুলো কেমনে কাটবে
সেটাই সবাই ভাবতেছে একি হলো
জীবনের চাকা থেমে গেছে
হাহাকারও বাড়ছে মৃত্যুর হার
আক্রান্ত হচ্ছে অনেকে
নেই কোন প্রতিক্রিয়া এই
মহামারী করোনার।

নেই কোন আড্ডার মজলিস
যে যার মতো করে আছে ঘরে
ভাবছে কবে যাবে কবে
এই করোনা ভাইরাস৷

শুনিনি কখনো আজান দিলে
মসজিদে নামাজ আদায়
করতে যাওয়া যাবে না
এ কেমন আজাপ দিলে
মহান রাব্বুল আলামিন
ঘরে বসে নামাজ আদায়
করতে হবে সবার ঘরে
করে দিয়েছ মসজিদ করে

সুস্থ করে দেও মাবুদ
সারা বিশ্বের মানুষ গুলোকে
আর দেখতে চাইনা মৃত্যুর হার
মাফ করে দেও সবাইকে
হে মহান রাব্বুল আলামিন।

পৃথিবী করে দেও আগের মতো করে
তোমার কাছে এটাই প্রাথনা
সুস্থ কামনা করি আল্লাহর কাছে
তুমি মহান তুমি সেরা
দুই হাত তুলে চাইবো কার কাছে
তুমি ছাড়া মাবুদ।

সবাই সুস্থ থাকি
ঘরে থাকি
পরিবারকে সুস্থ রাখি
আল্লাহ কাছে প্রাথনা করি
দোয়া করি সবাই মিলে
আবার পৃথিবী আগের
মতো হয়ে যাবে ইনশাআল্লাহ৷

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।