পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড উদ্যোগে পুলহাট পুলিশফাড়ী পুলিশ সদস্যদের মাঝে পিপিই এবং হ্যাক্সিসল প্রদান
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবন বাজি রেখে মানুষকে নিরাপদে রাখতে নিষ্ঠার সাথে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য দিনাজপুর পুলহাট পুলিশফাঁড়ী পুলিশ সদস্যদের ব্যবহার করার জন্য পিপিই, হ্যাক্সিসল এবং ২শত পিস হ্যান্ড গ্লোবস প্রদান করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) দিনাজপুর পুলহাট পুলিশফাঁড়ী পুলিশ সদস্যদের ব্যবহার করার জন্য অত্র ফাড়ির ইনচার্জ মোঃ গোলাম মাওলা শাহ্ এর নিকট পিপিই, হ্যাক্সিসল এবং ২শত পিস হ্যান্ড গ্লোবস প্রদান করেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন।
এসময় সামাজিক দুরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উক্ত ফাঁড়ির এটিএসআই শামসে তাবরীজসহ অন্যান্য পুলিশ সদস্য।
করোনাভাইরাস প্রতিরোধে পুলিশ সদস্যদের মাঝে পিপিইসহ করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী প্রদানকালে পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, দেশে এই মহামারির সময়ে ডাক্তার ও পুলিশ সদস্যরা যেভাবে পরিশ্রম করে চলেছে, তাদের এই প্ররিশ্রমের কিছুটা অংশিদার হিসেবে আমরা যারা ব্যবসায়ি আছি তাদের পাশে এসে দাড়ালে তারা নিজেদের কাজে মনোবল বাড়িয়ে কাজের সাহস যোগাবে।