তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাঁলাগাঁও ইউনিয়নের কালনীকান্দা গ্রামের মোশারফ হোসেন ও তার বাবা দুলাল মিয়াসহ আরও কয়েকজনকে গুরুতর আহত করে একই গ্রামের পতিপক্ষ আবুল কালাম ব্যাপারী,সিদ্দিক ব্যাপারী,লাল মিয়া, মোস্তাকিম,আল-আমিন,শাহীন,রমিক,সজীবসহ আরও ৪/৫ জন মিলে দেশিয় দা,লাঠি,সাবল অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া গত শুক্রবার সকালে আনুমানিক সাড়ে ৯টায় বসত বাড়িতে হামলা চালিয়ে অনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন ও ঘড়ে ট্রাংকে থাকা ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যাই।
এ সময় আমি মোশারফ হোসেন ও আমার পিতা দুলাল মিয়াসহ আমার ভাইয়েরা মিলে বাধা দিতে গেলে দা দিয়ে কুপিয়ে ও সাবল,লাঠি দিয়ে পিটায়ে গুরুতর যখম করে। এলাকাবাসীর সহযোগীতায় ফুলপুর হাসপাতালে আমরা ভর্তি হই।
এ ব্যাপারে তারাকান্দা থানায় গত ২৬ এপ্রিল (রবিবার) মোশারফ হোসেন বাদী হয়ে ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।