• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান চিকিৎসকের অবহেলায় ঠাকুরগাঁওয়ে ফজিলা বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে ডাঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে ক্লাসিক ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর।

নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার শারিরিক সমস্যা নিয়ে সদর উপজেলার ফারাবাড়ি এলাকার দুলাল হোসেনের স্ত্রী ফজিলা বেগম ডাঃ জাহাঙ্গীরের পরামর্শ নিয়ে বাসায় ফিরে যান। পরে আজ সকালে আবারো অসুস্থ্যতা বোধ করলে পরিবারের সদস্যরা ফজিলা বেগমকে নিয়ে ওই চিকিৎসকের কাছে আসেন। এসময় চিকিৎসক জাহাঙ্গীর রোগীর পরিবারকে দোকান থেকে ইনজেকশন আনতে বলেন। পরে ইনজেকশনটি শরিরে পুস করলে মারা যায় ফজিলা।

এ অবস্থায় চিকিৎসক কৌশলে ডায়াগনস্টিক সেন্টারের সদস্যদের দিয়ে রোগীকে সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জুরুরি বিভাগের ডাক্তার চিকিৎসা দেয়ার আগেই মারা যায় বলে জানান কর্তৃপক্ষ। এসময় রোগীর স্বজনা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পরেন। সেই সাথে ডাঃ জাহাঙ্গীরের আলমের উপযুক্ত বিচার দাবি করেন।

এ ঘটনার পর ক্লাসিক ডায়াগনস্টিক সেন্টারের স্বতাধিকারী ডাঃ জাহাঙ্গীর আলম ও তার লোকজন প্রতিষ্ঠানে তালা দিয়ে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের স্বতাধিকারী ডাঃ জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে তিনি ফোন ধরেন নি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের এমার্জেন্সী মেডিক্যাল অফিসার তওসীফ বিন মামুন জানান,রোগী হাসাপাতালের আসার আগে মারা গিয়েছে। তখন আমাদের কিছু করার ছিল না। তার চিকিৎসায় ঘাটতি ছিল বলেই মারা যায় ফজিলা।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আমরা জানতে পেরেছি একজন চিকিৎসকের অবহেলায় ফজিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।