সুন্দরবন-১৪ লঞ্চের ৩৬ জন স্টাফকে ১৪ দিনের কোয়ারেন্টিয়ান
করোনা প্রতিরোধে সরকারের দেয়া নিষেধ অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালীতে যাওয়ায় সুন্দরবন-১৪ লঞ্চের সুপারভাইজার ইউনুস, মাস্টার, সুকানিসহ ৩৬ জন স্টাফকে ১৪ দিনের কোয়ারেন্টিনের আদেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের পূর্ব প্রান্তে নদীর মাঝে নোঙ্গররত অবস্থায় লঞ্চটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল ও গোলাম সরওয়ার।
তবে ভ্রাম্যমাণ আদালত এ সময় লঞ্চটিতে কোনো যাত্রী পায়নি।