• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে ভাঙনের হুমকীর মুখে ছবুল্ল্যা শিকদার ডাঙ্গী স্কুল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের
ছবুল্ল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর-পশ্চিম পাশের পদ্মামুখী এলাকায় ক’দিন ধরে চলছে তীব্র ভাঙন। এতে চলতি বছরের শুস্ক মৌসুমে পদ্মা তীরে জিও ব্যাগ ফেলে উক্ত স্কুল রক্ষা বাঁধের প্রায় ৩৫ মিটার অংশ ভাঙনে বিলীন হয়ে পদ্মা নদী স্কুলটির মাত্র ৮০ মিটার দুরত্বে অবস্থান করছে। ফরিদপুর পাউবো ভাঙন রোধে গত তিন দিনে প্রায় সাড়ে ৫শ’ টিউবব্যাগ ডাম্পিং করার পরও স্কুল পয়েন্টে পদ্মার ভাঙন রোধ হচ্ছে না বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় দায়িত্বরত ফরিদপুর
পাউবোর উপ-প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন জানান,“ শুস্ক
মৌসুমে উক্ত স্কুল পয়েন্টের পদ্মা তীরে প্রায় ৬০ হাজার জিও
ব্যাগ ডাম্পিং করে তীর সংরক্ষন বাঁধ নির্মান করেছিলাম। গত
ক’দিনে বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকা বিলীন করে পদ্মা নদী
স্কুলমুখী হয়ে ভিতরে ঢুকে পড়েছে। ভাঙন রোধে নিয়মিত
টিউবব্যাগ ডাম্পিং কাজ চলছে কিন্ত পদ্মা নদী টিউবব্যাগও
বিলীণ করে স্কুল মুখে এগিয়ে যাচ্ছে। ফলে এখন আমরা ট্রলারের মাধ্যমে ক্রেন দিয়ে টিউবব্যাগ ডাম্পিং প্রকল্প কাজ হাতে
নিয়েছি, হয়তোবা দু’ একদিনের মধ্যেই কাজ শুরু হবে”।
সংশ্লিষ্ট সূত্র জানান, পদ্মা নদীর উক্ত স্কুল পয়েন্টে একদিকে
টিউবব্যাগ ডাম্পিং কাজ চলছে আরেক দিক দিয়ে
ডাম্পিংকৃত ব্যাগগুলো ভাঙনে বিলীন হচ্ছে। ফলে ভাঙন রোধে
নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পদ্মা নদীর ওই পয়েন্টে বেশী
গভীরতা ও স্রোতের আঘাতে ডাম্পিংকৃত টিউব ব্যাগগুলো
টিকছে না বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী
অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “ আমি এবং উপজেলা
চেয়ারম্যান মিলে ভাঙনমুখী পদ্মা রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন
করেছি এবং উক্ত স্কুল পয়েন্টে ভাঙন রক্ষায় টিউবব্যাগ ডাম্পিং
জরুরী কাজটি সঠিকভাবে সম্পন্ন করা সহ কাজের মান
দেখাশুনার জন্য প্রশাসনের লোকজন নিয়মিত তদারকি করে
চলেছেন”। আর ছবুল্ল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ জানান, “ পদ্মার
ভাঙনের অবস্থা সম্পর্কে উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার
ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করানো হয়েছে, এখনো
স্কুলটি স্থানান্তরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।