• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে বৈশাখী টেলিভিশনের জন্মদিন উদ্‌যাপন

কে এম রুবেল, ফরিদপুর।

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে বৈশাখী টেলিভিশনের জন্মদিন উদ্‌য়াপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে গতকাল সকালে শহরের টেপাখোলা সরকারি শিশুপরিবার (বালিকা) ক্যাম্পাস থেকে এতিম শিশু কিশোরদের নিয়ে একটি শোভা যাত্রা বের হয়। শোভাযত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে শিশু পরিবার বালিকার হলরুমে এতিম শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের  নিয়ে জন্মদিনের কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান, সরকারি শিশুপরিবার (বালিকা)র তত্ত্বাবধায়ক তাসফিয়া তাছরীন, ফরিদপুর চেম্বারের পরিচালক লায়ন মো: মহসিন শরীফ, বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন করিম বাবু, সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববি, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সাধারণ সম্পাদক লায়ন মোস্তাফিজুর রহমান লাবলু, লুকসানা লাকী, তানিয়া বেগম, অদিতি বৃষ্টি, মানব সাহা, পূর্ণিমা রয়, আমরা করব জয়ের সাধারণ সম্পাদক মো: শরীফ খান, আলোকতরী থিয়েটারের সভাপতি অনুপ ঘোষ নীরব, সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা, বিথী আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান, সরকারি শিশুপরিবার (বালিকা)র তত্ত্বাবধায়ক তাসফিয়া তাছরীন, ফরিদপুর চেম্বারের পরিচালক লায়ন মো: মহাসিন শরীফ, বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন করিম বাবু, সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববি, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সাধারণ সম্পাদক লায়ন মোস্ত্মাফিজুর রহমান লাবলু।

আলোচনা সভা শেষে সরকারি শিশুপরিবার (বালিকা)র শতাধিক এতিম নিবাসীর ও আমন্ত্রিত অতিথিদের বাঙ্গালির ঐতিয্যবাহী শীতের পটিসাপটা পিঠা, ভাপা পিঠা ও পাকান পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।

অনুষ্ঠানে শেষে বৈশাখী টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সকলকে ধন্যবাদ জানিয়ে জন্মদিন উৎসবের সমাপ্তি ঘোষনা করেন।

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।