নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, মান্দা থানাধীন কালিকাপুর মধ্যপাড়া গ্রামের ইয়াদ আলী প্রামানিকের ছেলে হাসান মতিউর রহমান (২৫), একই থানাধীন বড় বেলাদহ গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুরুল ইসলাম মনি (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলদবাড়ী গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি কে, এম শামসুদ্দীনের নের্তৃত্বে এসআই মিজানুর রহমান মিজান, এএসআই গোলাম রাব্বানী, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ জেলার মান্দা থানাধীন কুসুম্বা সীমানা হাউজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছে থাকা ৪ শ’ (চার শত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এবিষয়ে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।