• ঢাকা
  • বুধবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় খালের মাছ ধরাকে কেন্দ্র করে ইউএনও’র কাছে  অভিযোগ

 কবির হোসেন আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ/ ফেন্দাহ্ মহল্লায় সরকারি  খালে মাছ  ধরায় বাঁধা দেওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে অভিযোগ করেন  একই ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা মো.মিলন মোল্যা। প্রসঙ্গঃ খালটি বুড়ির খাল নামে পরিচিত।
জানা যায়, সম্প্রতি  ওই খালে মিলন গং এর নেতৃত্বে এলাকার বেশ কয়েক জন বেকার যুব সমাজ খালের পানিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরতে  যায়। ওই যুবকরা মাছ ধরতে গেলে  সাবেক ইউপি সদস্য ফরিদ শেখ বাড়ির কাছে  খালটি অবস্থিত হওয়ার কারণে তারা বাঁধা দেয়।
এ নিয়ে উভয় মধ্যে কথাকাটি হয়। এক পর্যায় ওই যুবকদের মারধরসহ খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।অভিযোগে আরও উল্লেখ আছে ফরিদ মেম্বারের বাড়ী সংলগ্ন খালটি হওয়ার কারণে খালের মাছ জেলেদের কাছে  বিক্রি করে।অথচ খালটি সরকারি  বলে ওই যুব সমাজ দাবী করেন।
এ ব্যাপারে আনিত অভিযোগ কথা অস্বীকার করে  ফরিদ শেখ বলেন,খালটির অধিকাংশ মালিকাধীন । মহামারি করোনা ভাইরাস কারণে বেশি লোক এক জায়গায় থাকা উচিৎ নয় বলে  আমি তাদেরকে নিষেধ করছি মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, বিষয়টি সমস্যাধানের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা ও ওসিকে নির্দেশনা দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।