সালথা’র গট্টি ইউনিয়নে সমাজ সেবক চাঁন মিয়ার মাক্স বিতরণ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ও আওয়ামী লীগ নেতা সমাজ সেবক এনায়েত হোসেন চাঁন মিয়ার উদ্যোগে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব মাক্স বিতরণ করেন।
এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) আহ্বায়ক মনির মোল্যা, সমাজ সেবক সবুর খান, জাকির হোসেন চান মিয়া, সামিম মিয়া, বিকু ডাক্তার, ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মাক্স বিতরণকালে চাঁন মিয়া গট্টি ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।