• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

কে এম রুবেল, ফরিদপুর।

পেঁয়াজসহ অন্যান্য মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও আধুনিক চাষ প্রযুক্তির উপর মাঠ দিবস ও মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ ও কলা কৌশল শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ও মসলা গবেষণা উপ কেন্দ্র ফরিদপুরের বাস্তবায়ণে রবিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার বসুনরসিংহদিয়া গ্রামের কৃষক আলম ব্যাপারীর মঠে অনুষ্ঠিত হয়।

মসলা গবেষণা কেন্দ্র, বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিখি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বারি, গাজীপুরের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, বরিশাল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. রফি উদ্দিন, বারি গবেষণা উইং এর পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মো. হজরত আলী, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, মাগুড়াএর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মসলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান, সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধানবৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম ই কৃষক শাহীদা বেগম প্রমুখ।

মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মসূচিতে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।