ফরিদপুরে প্রথম পর্যায়ে ৬০ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) আসছে আগামীকাল। এদিকে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ টিকাগুলো সংরক্ষনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা সদরের আইএলআর ও ডিপফ্রিজে ভ্যাকসিন রাখার সক্ষমতা রয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়েও ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে।
সির্ভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, প্রথম পর্যায়ে ৬০ হাজার ডোজ টিকা আসছে শুক্রবার দুপুরে। জেলা ও উপজেলায় টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো জানান, ফরিদপুরে ১২০০ ভায়াল তথা ৬০ হাজার ডোজ টিকা সংরক্ষণের ক্যাপাসিটি রয়েছে। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় ১টি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও সদর হাসপাতালে ১টি কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে। টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।