• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
সালথায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে মোছা: হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো: জাহাঙ্গীর মৃধার মেয়ে। হাফসা জাহাঙ্গীর মৃধার ছোট মেয়ে তার বড় আরেকটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ও তার পরিবার মরাদেহটি গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২৯ আগস্ট ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।