নগরকান্দা থানায় ফায়ার সার্ভিসের অগ্নি মহড়া
শফিকুল খান জনি, ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা ভবনের সামনে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে সকল থানা ভবনে অগ্নি নির্বাপনী মহড়া করার উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস।
তারই অংশ হিসেবে নগরকান্দা থানায় ফায়ার সার্ভিস এ মহড়া পরিচালনা করে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।
কর্তৃপক্ষ জানায় প্রতি বছর এই মহড়া অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিল হোসেন, ওসি তদন্ত বিকাশ মন্ডল, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, এস আই পিযুষ কান্তি হাওলাদার, আবুল বাশার, নাজমুল হোসেন প্রমুখ।
শফিকুল খান জনি
২৯ সেপ্টেম্বর ২০২২