• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে বাড়ির পথ আটকে দেওয়ার প্রতিবাদ করায় বড় ভাই ভাবীর উপর হামলার অভিযোগ, উল্টো ছোট ভাইয়ের মামলায় বড় ভাই হাজতে

ফরিদপুর প্রতিনিধি: বড় ভাইয়ের বাড়ি হতে বের হওয়ার পথ আটকে দিয়েছে ছোট ভাই, সেই রাস্তা খুলে দেওয়ার দাবী করলে কথা কাটাটির এক পর্যায়ে কোলেপিটে মানুষ করা বড় ভাইয়ের ২০ বছরের সেই আদরের  ছোট ভাই ও তার স্ত্রীর দ্বারা হামলার স্বীকার হয়েছেন বড়ভাই ও ভাবী ।  উল্টো ছোট ভাইয়ের মামলায় বড় ভাই  এখন জেল হাজতে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামে । এ ব্যাপারে বড় ভাই হাজতে থাকায় তাহার শ্যালক শহিদুল ইসলাম ছোট ভাই ফারুখ শিকদার, তার স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জিনাস শিকদারকে আসামী করে ২৬-৫-২১ ইং তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, সাদিপুর গ্রামের মৃত খালেক শিকদারের তিন পুত্র সাদিপুর ব্রিজ সংলগ্ন পৈত্রিক ভিটায় রাস্তার সাথে মেজো ছেলে বেলায়েত শিকদার, মাজে ছোট ছেলে ফার“খ শিকদার, ছোট ভাইদের রাস্তার দিকে দিয়ে পিছনে বাড়ি করলেন খালেক শিকদারের বড় ছেলে  ফাত্তাহ শিকদার । রাস্তা থেকে বড় ছেলে ফাত্তার বাড়ি পযন্র্— একটি পারিবারিক রাস্তা রয়েছে । যে পথ দিযে তিন ভাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসা যাওয়া করে । কিছুদিন আগে ছোট ভাই ফার“খ শিকদার যিনি মাঝখানে বসবাস করে, তিনি পারিবারিক রাস্তা আটকিয়ে একটি বিল্ডিং নির্মান করেছেন । এতে বড় ভাই ফাত্তাহ শিকদারের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায় । এবিষয়ে স্থানীয় ভাবে কয়েকটি শালিশ বৈঠক হলও ছোট ভাই ফার“খ শিকদার ওখান দিয়ে বড় ভাইকে বের হওয়ার রাস্তা দিবেনা । গত ২২ মে দুপুরে ফাত্তাহ শিকদারের কয়েকজন মেহমান আসে বেড়াতে । মেহমানরা  পূবের্র আটকানো রাস্তা দিযে ডুকে পরলে  ফাত্তার স্ত্রী সাহেদা বেগম এগিয়ে এসে আটাকানো রাস্তা পরিস্কার করার চেষ্টা করলে , ছোট ভাইযের স্ত্রী জিয়াসমিন আক্তার তাদের গালিগালাজ করে।এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে  ফাত্তাহ শিকদার এগিয়ে এলে ছোট ভাই ফারুখ শিকদার ,তার স্ত্রী ও ছেলে ফাত্তাহ শিকদারের উপর হামলা করে মারাত্মক ভাবে  আহত করে, এসময় ফাত্তার স্ত্রী সাহেদা বেগম তার স্বামীকে রক্ষায় এগিয়ে এলে আসামীরা তার উপর হামলা করে তার হাতে আঘাত করলে তিনিও  রক্তাক্ত জখম হন । এদিকে মারামারির খবর পেয়ে ফাত্তাহ শিকদারের মেঝো ভাই  মোঃ বেলায়েত হোসেন শিকদার  মটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের ফেরাতে থাকে , আসামীগন তাকেও কিলঘুষি মারে এবং তার মটর সাইকেল আঘাত করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় মামলার স্বাক্ষী সামচুর নাহার ও লুৎফর এগিয়ে এসে গুরুতর আহত ফাত্তাহ ও তার স্ত্রীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি  করে ।  ফাত্তার স্ত্রী সাহেদা বেগম এই প্রতিবেদককে জানান, আমাদের বাড়ি থেকে বের হওয়ার পারিবারিক রাস্তাটি আটকে দিছে আমার দেবর । কয়েকদিন আগে আমার বাড়িতে মেহমান আসে , আমি তাদের পুরানো পথ দিয়ে আনতে গেলে আমার দেবরের বউ আমাকে গালিগালাজ করেন, আমার স্বামী এগিয়ে এলে তাকেসহ আমাকে মেরে গুরতর আহত করে ,আমার হাত ভেঙ্গে দিয়েছে। তিনি জানান, আমার দেবর জজ কোর্টে চাকরীর সুবাদে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ,আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত ফারুখ শিকদারের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি জানান.আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পন্ন মিথ্যা । তারাই আমার উপর হামলা করছে এবং আমার ছেলেকে মেরে আহত করছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।