সালথা’র গট্টি ইউনিয়নে দরিদ্রদের মাঝে আ’লীগ নেতার মাক্স ও নগদ অর্থ বিতরণ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে মাক্স ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গট্টি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক খোরশেদ খান রবিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের মাঝে মাক্স ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওলিয়ার খান।
মাক্স ও নগদ অর্থ বিতরণকালে খোরশেদ খান বলেন, করোনা ভাইরাসের কারনে ইউনিয়নের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে একটু সহযোগিতার করার জন্য কিছু মাক্স ও কিছু কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা করলাম। আমি গট্টি ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানাই।