মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -২৯/০২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও ঘুড়ি উৎসবের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভাঙ্গায় ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়ামে উক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। মেলায় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে স্টলে বিভিন্ন বই প্রদর্শন করা হয়। এছাড়াও বিভিন্ন রং বেরঙের ঘুড়ি আকাশে উড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোঃ ফয়েজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার মেসকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক সরোয়ার হোসেন, আব্দুর রসিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন, শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র মালো, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, হাজী হাসিয়ার রহমান নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, এবিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবির হোসেন, তুজারপুর শামছুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবু বক্কর, হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল(কামিল) মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা প্রমুখ।