• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
দেশের অগ্রযাত্রা বিরোধিরাই দাঙ্গা-ফ্যাসাদ তৈরি করে থাকে -ধর্ম প্রতিমন্ত্রী

নোয়াখালী, ১৩ কার্তিক (২৯ অক্টোবর):

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বিরোধিরাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করেছে। কিন্তু সরকার ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভবিষ্যতে কোন অশুভ শক্তিকে দেশে এধরণের বিশৃঙ্খল সৃষ্টি করতে  দেয়া হবেনা।

প্রতিমন্ত্রী গতকাল নোয়াখালীর চৌমুহনী পৌরসভা অডিটোরিয়ামে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। এ ক্ষেত্রে ইমাম, খতীব, ওলামা মাশায়েখদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করে, তারা মানুষ নয়, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। তাদের কোন ধর্ম নেই, তাদের কোন দল নেই। তারা দেশ ও জনগণের শত্রু। তিনি আরো বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আমাদের সকলের। অশুভ চক্র যেন কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সমাজের সকলকে সজাগ থাকতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, মোঃ মামুনুর রশীদ কিরন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্লাহ।

এর আগে প্রতিমন্ত্রী কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির, শ্রী শ্রী লোকনাথ মন্দির (খোদ বাড়ি), ইসকন মন্দির, বিজয়া দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ খবর নেন ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।