• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে চাল-সারের পাইকারি বাজারে অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে চাল ও সারের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে ফরিদপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডলি রানী বিশ্বাস এবং সুরাইয়া হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, পাইকারি ও খুঁচরা পর্যায়ে চালের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা, চালের মূল্য বেশি রাখা এবং পাইকারি ও খুঁচরা পর্যায়ে চাউলের ক্রয় রশিদ না দেয়ার অপরাধে জেলা সদরের ধুলদী রেলগেট এলাকার চাল ও সারের পাইকারি ব্যবসায়ী মেসার্স মল্লিক ট্রেডার্সকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির সারের পাইকারি ও খুঁচরা দোকানে ভোক্তা পর্যায়ে সারের বাজার দর তদারকি করা হয়।

জনস্বার্থে ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মো. সোহেল শেখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।