রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া কামিল মাদ্রাসা ও দরবার শরীফের ৬৬তম ৩ দিন ব্যাপি ওয়াজ মাহফিল ও মুত্তাকীন সম্মেলন ২৯ ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।দেশ,জাতী ও মুসলিম উম্মার সুখ,সমৃদ্ধি ও শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব ও ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আল্লামা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির। ৩দিনব্যাপি সম্মেলনে ধর্মীয় আলোচনায় অংশ নেন ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মেসকাত সিদ্দিকী, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম রুহানী, মাওলানা কাজী মারুফ বিল্লাহ,মাওলানা ফয়েজুর রহমান এবং ভান্ডারিয়া মরহুম পীর সাহেবের সাহেবজাদা,খোলাফাসহ দেশের বিখ্যাত উলামায়ে কেরাম। ২৬ ফেব্রয়ারী বুধবার যোহর হতে মাহফিল শুরু হয়। মাহফিলে ওয়াজ নসিহত ,তালিম ও জিকির আসগর মধ্যে মশগুল থাকেন আগত ভক্ত বৃন্দরা।