ফরিদপুরে ডায়াবেটিক রেটিনোপ্যাথী বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ এর সম্মেলন কক্ষে ইউএসআইডি ও অরবিসের সহায়তায় ফরিদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে ঐ সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেমিনারের মুল পেপারস উপস্থাপন করেন বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী। পরে সেমিনারে অংশগ্রহনকারী চিকিৎসকগন মুক্ত আলোচনায় অংশ নেন । এসময় ডায়াবেটিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেমউদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ নাসির উদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ হারুন অর-রশিদ, প্রফেসর ডাঃ বরুন কান্তি বিশ্বাস, প্রফেসর ডাঃ মোঃ ইউনুস আলী শেখ, প্রফেসর ডাঃ মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলাম,ডাঃএ এফ এম কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে চিত্তরঞ্জন ঘোষ,সাহেব সরোয়ার,খোন্দকার মফিজুর রহমান জামাল, কাজী গোলাম মহিউদ্দিন ও আসমা বারী উপস্থিত ছিলেন।