• ঢাকা
  • রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে ভোক্তা অধিকার সেমিনার অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-                    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরকক্ষণ অধিদপ্তর, ফরিদপুর ও ক্যাব উপজেলা শাখা এর উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রাধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও স্হানীয় ক্যাব সভাপতি জয়নাল আবেদীন কামাল। এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা ক্যাবের সাধারন সম্পাদক আসলাম বেপারী।

সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ হাফিজুযর রহমান, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জিয়াউল হক, সমাজ সেবা অফিসার শেখ মুহাম্মদ সুজাউদ্দিন রাশেদ, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সেমিনারে ভোক্তার অধিকার রক্ষায় প্রজেক্টরে বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়।

সেমিনার শেষে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করেন। এ সময় উক্ত বাজারের বিভিন্ন খাদ্যজাত দ্রব্য ও ঔষধ ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নগদ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।