• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন

মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর) বিশেষ  প্রতিনিধিঃ-পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সাধ্যমত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় উক্ত ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ফরিদপুরের চরভদ্রাসন শাখার উদ্যোগে উপজেলা সদরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম এর আয়োজন করা হয়।

গতকাল সোমবার (২৯ আগষ্ট) সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক মো. শাহজাহান শিকদার, শিক্ষক মো. লোকমান হোসেনসহ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড চরভদ্রাসন শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান স্বপন সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের কয়েক’শ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।