• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
কবিতা- ভোরের পাখি //ওবায়দুর রহমান রানা
  দিনাজপুর সদর উপজেলার  চেরাডাংঙ্গী  উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাএ ও মাননীয়  প্রধানমন্ত্রীর  হাত থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত দেশ সেরা শ্রেষ্ঠ বিদ্যােৎসাহী সমাজকমী মোঃ ফারুক হোসেনকে নিয়ে একটি কবিতা। কবিতাটি লিখেছেন  মোঃ ওবায়দুর রহমান রানা, দিনাজপুর। কবিতাটির নাম ভোরের পাখি

ভোরের পাখি                                                মোঃ ওবায়দুর রহমান রানা

ছিলে শিক্ষার ফেরিওয়ালা তুমি
মানুষের কল্যাণে ডাকাডাকি
হঠাৎ মধ্য রাত্রিতে চলেছো
হয়ে ভোরের পাখি।
ঠিক সাহরের সময় ডাকো
সাক্ষী কাশিমপুরের জমিন
প্রতিবেশিকে প্রতিদিন জাগিয়ে তোল
তুমিই প্রকৃত মুমিন।
রোজাদারদের জন্য সাহরি হলো
আল্লাহর বরকতময় সুন্নাত
সন্তুষ্টি অর্জনের জন্য পরকালে
পেতে পারো তাই জান্নাত।
অর্ধরাত্রিতে সাহরির সময়
খোলে নাতো আঁখি
নির্ভয়ে ঘুমিয়ে চিন্তাকি মোদের
ডাকবে ভোরের পাখি।
শিক্ষাকে তুমি করেছো জয়,আমরা
দূর থেকে শুধু দেখি
কাশিমপুরের গর্ব তুমি এখন
হয়ে ভোরের পাখি।
আনুগত্যে সন্তুষ্টি হন আল্লাহ
তাইতো এতো ডাকাডাকি
প্রতিবেশিদের জন্য নিজেকে বিলিয়েছ
তুমি যে ভোরের পাখি।
সত্যিই সুন্দর হবে আগামির পথচলা
অনেকেই তার সাক্ষী
আবারো আমাদের হারিয়ে দিলে
হয়ে ভোরের পাখি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।