করোনায় আক্রান্ত রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের আশু রোগমুক্তি কামনা করে উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন তিনি করোনায় আক্রান্ত হন। বর্তমানে ঢাকার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হোসেন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, যোগিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা ইমন, সাধারণ সম্পাদক রিকো, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আফাজ উদ্দীন, মাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল হক সেন্টু, যুবলীগ নেতা টুটুল, সবুজ, মোজাফ্ফর হোসেন, শাহিন, সুমন শাহ, নাহিদ হাসান প্রমূখ।
উক্ত দোয়া মাহফিলে এমপি এনামুল হক এর দ্রুত সুস্থতা সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম আব্দুস সোবহান।