• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পূর্ববর্তী সভার সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও কম সময়ে ও অধিক উৎপাদনযোগ্য জাত উদ্ভাবনের জন্য সভায় মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কৃষক সেবা আরও বৃদ্ধি ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে সরকারি রাজস্বে নির্মিত জরাজীর্ন পুরাতন আবাসনগুলোকে আবাসযোগ্য/ নতুন করে নির্মানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।