• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে ১৫ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র(নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙ্গা ও চরভদ্রাসন দুইটি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে (৩০ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চরভদ্রাসন উপজেলার ৩ জন ইউপি চেয়ারম্যান ও ভাঙ্গা উপজেলার ১২ জন ইউপি চেয়ারম্যান এ শপথ গ্রহন করলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা এর সভাপতিত্বে জেলা প্রশাসক অতুল সরকার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোসাঃ তাসলিমা আলী, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান (হাবিব), ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা ত্রপা, সহকারী কমিশনার তারেক হাসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ করেন ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান রেজাউল করিম।
নুরুল্যাগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুব, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউনিয়নে মুনসুর আহম্মেদ, আজিমনগর ইউনিয়নে মোঃ শাজাহান হাওলাদার, হামিরদী ইউনিয়নে মোঃ খোকন মিয়া, তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান, আলগী ইউনিয়নে ম.ম ছিদ্দিক মিয়া, চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্লা, চুমুরদী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মানিকদাহ ইউনিয়নে এ. কে.এম শহীদুল্লাহ (বাচ্চু) ও নাসিরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান মোঃ আলমগীর খান শপথ গ্রহণ করেন।

অন্যদিকে চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউনিয়নে মোঃ ইয়াকুব আলী ও চর হরিরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির শপথ গ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।