মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশবিহীন গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাতুব্বারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সঞ্চালনায় ৪ সদস্যের যাচাই-বাচাই কমিটির কাছে মুক্তিযোদ্ধাদের সপক্ষে কাগজপত্র পেশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে সকল বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তাদের নিজ নিজ পক্ষে সহযোদ্ধাদের সাথে নিয়ে স্বাক্ষরসহ কাগজপত্র পেশ করেন। এসময় জামুকা কর্তৃক প্রেরিত ২২ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই করা হয়।